Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলাদিঘা ইউনিয়ন ১৯৫৬ সালে তৎকালীন পাকিস্তান সরকারের সময় কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় এ ইউনিয়ন। পোগলদিঘা গ্রামের নামে এ ইউনিয়নের নামকরন করা হলেও পোগলদিঘা নামের সঠিক ইতিহাস জানা যায়নি। ৯.৮৮৩ বর্গ মিটার আয়তনের এ ইউনিয়নে বর্তমানে গ্রাম রয়েছে ৩০ টি।                জনসংখ্যাঃ-২০০১- এর আদম শুমারী অনুযায়ী পোগলদিঘা ইউনিয়নের মোট জন সংখ্যা ৫৪ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ২৮ হাজার ও নারী রয়েছে ২৬ হাজার ৪৭১ জন। আর সর্ব শেষ ভোটার তালিকা অনুযায়ী এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৩২ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ১৮৫ জন ও নারী ভোটার রয়েছে ১৬ হাজার ৭১৮ জন। এ ইউনিয়নে মোট পরিবার রয়েছে ৯ হাজার ৮২৫ টি। অবকাঠামোঃ-২নং পোগলদিঘা ইউনিয়নটি একতলা বিশিষ্ট

পরিষদ ভবনটি বয়ড়া বাজারে অবস্থিত। পরিষদ ভবনটির উত্তরে ১নং সাতপোয়া ইউনিয়ন, দক্ষিণে  ৪নং আওনা ইউনিয়ন, পূর্বে ৩নং ডোয়াইল ইউনিয়ন, পশ্চিমে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার চরগিরিশ ও মুনসুরনগর ইউনিয়ন অবস্থিত। পরিষদ ভবনটিতে রয়েছে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ভূমি অফিস, ও পাঠাগার। এছাড়া পরিষদ ভবনের দেয়াল ঘেষেই রয়েছে একটি আধুনিক মানের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  কেন্দ্র। এ ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে কলেজ- ১ টি, উচ্চ বিদ্যালয়- ৮ টি, মাদ্রাসা- ৩ টি, প্রাথমিক বিদ্যালয়- ১৩ টি, প্রাক- প্রাথমিক বিদ্যালয়- ৫ টি।  স্বাস্থ্য ও সেবার জন্য ৮ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। অর্থনীতিঃ- এ ইউনিয়নের ৮০ ভাগ জনসাধারন কৃষি নির্ভর । এ ছাড়া শিক্ষিত জনসাধারন বিভিন্ন চাকুরী ও ব্যবসা প্রতিষ্ঠানের  সাথে সম্পৃক্ত রয়েছে।  শিল্প প্রতিষ্ঠানঃ- ১৯৯১ সালে ২নং পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা পতিষ্ঠার পর থেকে পাল্টে যায় এ ইউনিয়নের অর্থনৈতিক চিত্র। এ সার কারখানায় এলাকার জনসাধারন চাকুরী, শ্রম, ডিলার,পরিবহন যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন কাজে জড়িত হয়ে পড়ে। সার কারখানাকে ঘিরে এ ইউনিয়নের স্থাপিত হয় বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ও বাণিজ্যিক ব্যাংকের ৬টি শাখা ও অসংখ্য বেসরকারী - এনজিও সংস্থা।                              রাজনীতি ও সংস্কৃতিঃ- এ ইউনিয়নের রাজনৈতিক অবস্থান স্থিতিশীল রয়েছে। তারাকান্দি যমুনা সার কারখানাকে ঘিরে মাঝে মধ্যে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা থাকলেও সারা ইউনিয়নের অবস্থা স্বাভাবিক। অপর দিকে এ ইউনিয়নের অধিকাংশ মানুষই সংস্কৃতি প্রিয়। বিভিন্ন সময় নৌকা বাইচ, বাউল ও জারি গানের আসর, ঘোড়া দৌড়, লাঠি খেলা ও বৈশাখী মেলার আয়োজন হয়। সম্প্রতি রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় বির্তক প্রতিযোগীতায় বিবাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এ ২নং পোগলদিঘা ইউনিয়নের সুনাম কে আরো বাড়িয়েছে।   বিশেষ ব্যক্তিত্বঃ- ২নং পোগলদিঘা ইউনিয়নে অনেক নামিদামী ও বিখ্যাত ব্যক্তিগণ জন্মগ্রহন করেছেন। সাবেক সফল ধর্মপ্রতিমন্ত্রী মাওলানা নূরুল ইসলাম এ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃতি সন্তান। এ ছাড়াও জাতীয় তেল, গ্যাস,বন্দর, বিদ্যুৎ রক্ষার জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের বাড়ি এ ইউনিয়নের তারাকান্দি গ্রামে।